কলকাতা, ১৮ জুলাই: অভিনেতা সাহেব ভট্টাচার্যের ভাইরাল ভিডিয়ো (Saheb Bhattacharya Viral Video) নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সাহেব ভট্টাচার্যের 'নগ্ন ভিডিয়ো' বলে গুগলে সার্চ হচ্ছে বহুবার। সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) ভুয়ো 'অশ্লীল' ভিডিয়ো ছড়ানো হচ্ছে তাঁকে বদনাম করতে। এমন মন্তব্য করেন বাচিকশিল্পী সুজয় প্রসাদ বন্দ্যোপাধ্যায়ও। সাহেব ভট্টাচার্যের নাম লিখে গুগলে যেভাবে তাঁর ভিডিয়ো খোঁজা হচ্ছে, তার জেরে সার্চ ইঞ্জিনে তা ট্রেন্ড করতে শুরু করে।
শুধু তাই নয়, অভিনেতা অশ্লীল ভিডিয়োর নাম করে, একের পর এক লিঙ্ক সোশ্যাল মিডিয়া এবং গুগলে ভাইরাল হতে শুরু করে। যেখানে ক্লিক করলে, তাঁর মোবাইল ফোনের ডেটা দ্রুত শেষ হতে পারে বলে আমরা আগেই জানিয়েছিলাম। সাহেব ভট্টাচার্যের নাম করে যে ভুয়ো অশ্লীল ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে, তার ফাঁদে যাতে কেউ না পড়েন, সে বিষয়েও মানুষ সতর্ক থাকছেন।
তবে সাহেব ভট্টাচার্যের নাম করে কেউ কুৎসা ছড়ানোর চেষ্টা করলেও, তাঁরা সফল হননি। অভিনেতার অনুরাগীরা যে তাঁকে পছন্দ করেন, তাঁর কদর করেন, তা তাঁর জনপ্রিয়তা থেকেই স্পষ্ট। তাইতো অভিনেত্রী সুস্মিতা দে-র (Susmita Dey) সঙ্গে কথা নামের ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যের যে রসায়ন, তা ভালবেসেই গ্রহণ করছেন তাঁদের অনুরাগীরা।
দেখুন সাহেব, সুস্মিতার ভিডিয়ো...
প্রসঙ্গত ক্যামেরার বাইরে অভিনেত্রী সুস্মিতা দে-র সঙ্গে সাহেব ভট্টাচার্য কি সম্পর্কে জড়িয়েছেন, এমন প্রশ্ন বহুবার উঠেছে। তবে তা নিয়ে ককও সেভাবে মুখ খুলতে দেখা যায়নি সাহেব, সুস্মিতাকে।