Bonnie Blue On Taylor Swift's Boyfriend (Photo Credit: Instagram)

পর্নস্টার বনি ব্লুর (Bonnie Blue) কথায় ক্ষেপে গেলেন টেলর সুইফট (Taylor Swift)। জনপ্রিয় পর্নস্টার (Pornstar) বনি ব্লু যে মন্তব্য করেছেন টেলর সুইফের প্রেমিক ট্যাভিস কেলেসকে নিয়ে, তার জেরেই ক্ষেপে গিয়েছেন জনপ্রিয় গায়িকা।

বনি ব্লু বলেন, তিনি টেলর সুইফটের কাছ থেকে তাঁর প্রেমিক ট্যাভিস কেলেসকে কেডে় নিতে পারবেন। এ বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলেও মন্তব্য করেন বনি ব্লু। শুধু তাই নয়, ট্যাভিস কেলেসকে তাঁর ভাল লাগে। ট্য়াভিস অত্য়ন্ত হট। তাঁকে দেখতে ভাল লাগে বলে মন্তব্য করেন বনি ব্লু। ট্য়াভিস কেলেসকে তিনি মুগ্ধ চোখে দেখেন। এমনও বলতে শোনা যায় বনি ব্লুকে।  অ্যাডাল্ট স্টারের ওই মন্তব্যেই ক্ষেপে যান টেলর সুইফট। বনি ব্লুর মন্তব্য বিরক্তিকর বলেও জানিয়ে দেন টেলর সুইফট।

আরও পড়ুন: Bonnie Blue: ১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে 'সেক্স ম্যারাথন', এবার সেই বনি ব্লু কী করলেন দেখুন

টেলর সুইফট বলেন, কেউ খবরের শিরোনামে থাকতে যেভাবে তাঁর নাম ব্যবহার করছেন, তাতে তিনি অত্যন্ত বিরক্ত। তিনি নিজের সদ্য প্রকাশিত অ্যালবামের জন্য যে সমস্ত খবর দেখতে পাচ্ছেন, তা শেষ হচ্ছে একজন পর্নস্টারের নামে। যা অত্যন্ত বিরক্তিকর বলে মন্তব্য করেন  টেলর সুইফট।

পাশাপাশি সংবাদের শিরোনামে থাকতে কেউ যদি এই ধরনের ব্যবহার করেন বা মন্তব্য করেন, তা অত্যন্ত বিরক্তিকর বলেও জানান টেলর সুইফট।

১ হাজার পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছেন ১২ ঘণ্টায়। বনি ব্লুর এমন দাবি এক সময় তোলপাড় করে দেয়। যা নিয়ে জোরদার বিতর্কও শুরু হয়। যার জেরে বেশ কয়েকদিনের জন্য জনপ্রিয় এই পর্নস্টারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হয়।