ঘনিষ্ঠতা থেকে বিরতি নিচ্ছেন বনি ব্লু (Pornstar Bonnie Blue)। জনপ্রিয় পর্ন তারকার এমন সিদ্ধান্ত সম্প্রতি সামনে আসে। যে খবর প্রকাশ্যে আসার পর থেকে পর্ন তারকা বনি ব্লুর অসংখ্য ভক্ত কার্যত বিমর্ষ হয়ে পড়েন।
তবে বনি ব্লু (Bonnie Blue) সম্ভবত তাঁর ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠতা থেকে সরে আসছেন। বনি ব্লু এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, বনি ব্লু তাঁর স্বামী তথা নিজের ম্যানেজার ওলি ডেভিডসনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ছেদ করেছেন। অর্থাৎ তাঁরা একে অপরের সঙ্গে আর থাকছেন না। অলি ডেভিডসনের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর তিনি আর কোনও সম্পর্কে এই মুহূর্তে জড়াচ্ছেন না। ব্যক্তিগত জীবনে কোনও ধরনের ঘনিষ্ঠতা থেকে তিনি সরে যাচ্ছেন বলে এক সাক্ষাৎকারে জানান বনি ব্লু। অর্থাৎ জনপ্রিয় এই পর্ন তারকা কাজ করবেন ঠিকই কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনে তেমন কোনও ঘনিষ্ট বন্ধুর সঙ্গে তিনি আর জড়াবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন।
বনি ব্লু কথায়, ব্যক্তিগত জীবনে তাঁর কোনও ধরনের ঘনিষ্ঠতা থেকে দূরে সরে থাকাই শ্রেয়। তাই কারও সঙ্গে ডেটিং তিনি এই মুহূর্তে করবেন না। জড়াবেন না কোনও সম্পর্কেও। বনি ব্লু ব্যক্তিগত জীবন থেকে অন্তরঙ্গতা সরানোর কথা বলেছেন। ফলে কাজের জগতে যেমন ছিলেন, তেমনিই থাকবেন বলেই মনে করা হচ্ছে। ফলে তাঁর ভক্তদের মন খারাপের কোনও জায়গায়ই এই মুহূর্তে তৈরি হয়নি।
বনি ব্লু প্রায় সব সময় পেজ থ্রির শিরোনামে থাকেন। বিশেষ করে তখন তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয় যখন তিনি 'সেক্স ম্যারাথনের' (Sex Marathon) কথা উল্লেখ করেন।
বনি ব্লু জানান, ১২ ঘণ্টায় তিনি ১ হাজার পুরুষের সঙ্গে মিলিত হয়েছেন। ১২ ঘণ্টায় এক হাজার পুরুষের সঙ্গে সেক্স করেছেন বলে তুমুল চর্চায় চলে আসেন এই পর্ন তারকা। ওই ঘটনার পর বেশ কিছুদিনের জন্য তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়। ফলে বিভিন্ন সময় চর্চায় থাকা বনি ব্লু এবার নয়া ঘোষণা করলেন।
প্রসঙ্গত ১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে সেক্স করে রীতিমত বিশ্ব রেকর্ড করে ফেলেন জনপ্রিয় পর্ন তারকা বনি ব্লু।