Nikki Tamboli

নয়াদিল্লি : নিকি তাম্বোলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। অভিনেত্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিছু ছবি শেয়ার করেছেন, ছবিতে তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে। নিকি (Nikki Tamboli) একটি সেক্সি কালো পোশাক পরেছেন, উজ্জ্বল মেকআপের সঙ্গে খোলা চুলে তাঁকে খুব হট দেখাচ্ছে। তাঁর এই ছবি দেখে নেটিজেনদের জ্ঞান হারিয়ে ফেলার জোগাড়। ছবির কমেন্ট বক্স লাল হার্টের ইমজিতে ভরে গিয়েছে।

আরও পড়ুন :  Kiara-Sidharth Video: জন্মদিনের আগেই সিদ্ধার্থের সঙ্গে শহর ছাড়লেন কিয়ারা, শেয়ার করলেন আদুরে ছবি

 

View this post on Instagram

 

A post shared by Nikki Tamboli (@nikki_tamboli)