Credit: Instagram

'বিগ বস ১৪'-এর করে লাইমলাইটে আসেন নিকি তাম্বোলি। প্রতিদিন তিনি নতুন নতুন গ্ল্যামারাস লুকের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের আকর্ষণ করে চলেছেন৷ বর্তমানে নিকি তাম্বোলি তাঁর চেহারা সম্পর্কে খুবই সচেতন। দিন দিন তিনি আরও হট ও গ্ল্যামারাস হয়ে উঠছেন। বিগ বস খ্যাত নিকি তাম্বোলি সাধারণত তার সেক্সি লুকের জন্য বিখ্যাত, সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় তিনি। প্রতিদিন নিকি তার সিজলিং লুকের ছবি ও ভিডিও শেয়ার করে তার ভক্তদের ঘুম উড়িয়ে দেয়।

সম্প্রতি নিকি তাম্বোলি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে নিকির থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা। ভিডিওতে ভারতীয় পোশাক তথা কালো শাড়িতে দেখতে পাওয়া যায় তাকে।‌ সঙ্গে নুড মেকআপ ও চুল খোলা রেখেছেন তিনি। ভিডিওতে একটি গানে নাচতে দেখা যায় নিকিকে। ক্যামেরার সামনে সেক্সি পোজও দিয়েছেন নিকি।