নয়াদিল্লি : টিভি অভিনেত্রী নিয়া শর্মা আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। নিয়া তাঁর স্টাইল এবং ফ্যাশন সেন্সের জন্য চর্চাতেও থাকেন। নিয়া শর্মাকে (Nia Sharma) টিভির সবচেয়ে সাহসী এবং সুন্দরী অভিনেত্রী বলা হয়ে থাকে। সোশ্যাল মিডিয়াতে তিনি তাঁর হট ছবি দিয়ে মাঝে মাঝেই উষ্ণতা ছড়ান। সম্প্রতি নিহা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি হট ছবি শেয়ার করেছেন। নিয়া লাল রঙের ক্রপ টপ পরেছেন। হালকা মেকআপের সঙ্গে খোলা চুলে তাঁকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। তাঁর এই হট ছবি দেখে তাঁর অনুরাগীরা চোখ সরাতে পারছেন না। কমেন্ট বক্স ইমোজি এবং রেড হার্টের ছবিতে ভরে গিয়েছে।
আরও পড়ুন : Alia Bhatt Video: পাপারাৎজির জুতো খুঁজে, হাতে করে নিয়ে গেলেন আলিয়া, দেখুন ভিডিয়ো
View this post on Instagram