Mia Malkova Hot Video: মিয়া মালকোভা ফের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হট ভিডিও

পর্নস্টার ও অভিনেত্রী মিয়া মালকোভা (Mia Malkova) সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। লক্ষ লক্ষ মানুষ রয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। মিয়াও তার ভক্তদের মন চুরি করতে খুব ভালো করে জানেন। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও এবং ছবি শেয়ার করেন তিনি। যা দেখে মানুষ মোহিত হয়ে যায়। মিয়ার অসাধারণ স্টাইল তাকে সবসময় শিরোনামে রাখে।

এমন অবস্থায় মিয়া মালকোভা আবারও সোশ্যাল মিডিয়ায় একটি হট ভিডিও পোস্ট করেছেন। যা দেখে দীর্ঘশ্বাস ফেলছেন তার ভক্তরা। মিয়া মালকোভার এই ভিডিওটি বেশ তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। মিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় সময়ই তাঁর অর্ধনগ্ন এবং ইরোটিক ছবি শেয়ার করেন। ছবিতে তার স্টাইল দেখে বিশ্বের ভালো ভালো মানুষদের অবস্থা খারাপ হয়ে যায়। তাঁর স্টাইলের কারণে তিনি শুধু ভারতেই নয় সারা বিশ্বে বিখ্যাত।

সানি লিওনের পর মিয়া মালকোভা হলেন দ্বিতীয় আন্তর্জাতিক পর্ন তারকা যিনি কাজ করেছেন বলিউডের এক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে। রাম গোপাল ভার্মার ছবি 'গড সেক্স অ্যান্ড ট্রুথ'-এ (God, Sex and Truth) কাজ করতে দেখা যায় তাঁকে। এই ছবির ক্লাইম্যাক্সে অভিনয় করে বিনোদন করেছেন ভারতীয় দর্শকদের।