Malaika Arora, Arjun Kapoor : আঙুলে হিরের ছটা, অর্জুনের সঙ্গে আংটি বদল সারলেন মালাইকা?
বাগদান সেরে ফেললেন মালাইকা?

মুম্বই, ১৪ এপ্রিল : অর্জুন কাপুরের সঙ্গে কি লুকিয়ে বাগদান সেরে ফেললেন মালাইকা অরোরা (Malaika Arora)? সম্প্রতি মালাইকার আঙুলে একটি হিরের আংটি দেখে জোর জল্পনা শুরু হয়ে যায়। মালাইকা এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, অনুরাগীদের জল্পনা শেষ হয়নি।

এরপরই প্রকাশ্যে আসে সত্যি। জানা যায়,  একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্যই হিরের (Diamond) আংটি পরেন মালাইকা। অর্জুনের (Arjun Kapoor) সঙ্গে বাগদান হয়নি তাঁর। বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্যই হাতের আঙুলে আংটি পরে ক্যামেরা সামনে পোজ দেন অভিনেত্রী।

আরও পড়ুন :  Alia Bhatt : কেমন আছেন আলিয়া? নায়িকাকে নিয়ে ব্যস্ত অনুরাগীরা

দেখুন...

 

 

View this post on Instagram

 

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মালাইকা কোনও মন্তব্য না করলেও, তাঁরা যে একে অপরকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তা স্পষ্ট। এরপর কখনও মালাইকা এবং তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাসের ডিনারে দেখা যায় অর্জুনকে, আবার কখনও হিমাচলে (Himachal Pradesh) দুজনকে একান্তে ছুটি কাটাতে দেখা যায়। সবকিছু মিলিয়ে মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে টিনসেন টাউনে সব সময় জোরদার জল্পনা অব্যাহত।