আলিয়ার রিপোর্ট নেগেটিভ

মুম্বই, ১৪ এপ্রিল : করোনামুক্ত হলেন আলিয়া ভাট (Alia Bhatt)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে নিজের সুস্থ হওয়ার খবর জানান আলিয়া। শুধু তাই নয়,  বর্তমানে যে সময়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হচ্ছে, তাতে সবচেয়ে ভাল খবর,  তাঁর নেগেটিভ রিপোর্ট। এমন মন্তব্যও করতে দেখা যায় আলিয়াকে।

দেখুন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি করোনায় (Corona) আক্রান্ত হন আলিয়া ভাট। নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান আলিয়া। রণবীর (Ranbir Kapoor) করোনার গ্রাস থেকে মুক্ত হওয়ার পর আচমকাই আলিয়ার আক্রান্ত হওয়ার খবর মেলে। যা নিয়ে চিন্তায় পড়ে যান সোনি রাজদান (Soni Razdan)।

আরও পড়ুন :  Ankush Hazra, Oindrila Sen : মালদ্বীপে জলের নীচে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ভাইরাল ছবি

তিনি বলেন, করোনার হাত থেকে কবে মুক্তি মিলবে, তা জানা নেই কারও। তাই প্রত্যেককে এই সময় সাবধানে থেকে সুস্থ হতে হবে বলে জানান সোনি রাজদান।