Khushi Mukherjee Reacts To Trolls (Photo Credits: Instagram)

মুম্বই, ২৯ জুনঃ সম্প্রতি শরীরের দুই ধার উন্মুক্ত কালো পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় (Khushi Mukherjee)। বেরিয়ে ছিল কোমর, থাই, নিতম্ব। হাত দিয়ে চেপে রাখতে হচ্ছিল পোশাক। যাতে হওয়ায় উড়ে না যায়। পোশাক হাওয়ায় উড়লেই বেরিয়ে যেতে পারত নায়িকার গোপনাঙ্গ (Private Parts)। কারণ নিম্নাঙ্গে কোন অন্তর্বাস ছিল না। তা স্পট চোখে পড়েছে সকলেরই। এই ধরণের পোশাক পরে সমাজে বেরনো এবং রাস্তায় খোলাখুলি শরীর প্রদর্শন নিয়ে নেটপাড়ায় চরম নিন্দার শিকার হচ্ছেন খুশি। তবে এই প্রথম এমন পোশাক পরে খুশি রাস্তায় বেরিয়েছেন এমনটা নয়। এর আগেও এই ধরণের একটি পোশাক করে পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। সেই ভিডিও নিয়েও কম সমালোচনা হয়নি। সে বারেও তাঁর পরনে ছিল না অন্তর্বাস। তাঁকে রাস্তায় ওই অবস্থায় দেখে পাশ দিয়ে এক বয়স্ক ব্যক্তি যাওয়ার সময়ে মন্তব্য করেন, 'কেউ অন্তর্বাস পরাও একে'।

আরও পড়ুনঃ কোমর, থাই, নিতম্ব সবই উন্মুক্ত, কোনমতে গোপনাঙ্গ ঢাকা, খুশি মুখোপাধ্যায়য়ের পোশাক দেখে তাজ্জব নেটবাসী

একেবারে উন্মুক্ত খুশির পোশাকঃ

চিত্রসাংবাদিকদের সামনে বৃদ্ধের মন্তব্য অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয় অভিনেত্রীকে। তবে কেবল ওই বৃদ্ধই নয়, সোনালি রঙের পোশাকে খুশির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটবাসী অভিযোগ করেন, তিনি অন্তর্বাস না পরে শরীর উন্মুক্ত পোশাকে রাস্তায় বেরিয়েছেন। সেই পোশাকেও খুশির থাই, নিতম্ব ছিল উন্মুক্ত।

বিতর্কের মাঝে মুখ খোলেন খুশি। এক সাক্ষাৎকারে তিনি জানান, 'আপনি কি দেখেছেন আমি অন্তর্বাস পরেছিলাম কিনা। অন্তর্বাস ছাড়া নিশ্চয়ই কেউ বাইরে বের হয় না। আমি থং পরেছিলাম। যার স্ট্রিপ উপরে তুলে রেখেছিলাম'।

সমালোচনার মুখে জবাব খুশির

 

View this post on Instagram

 

A post shared by YT SHORTS🚀 (@yt_shorts9ine)

থং (Thong) এক ধরণের অন্তর্বাস। যার সামনে সামান্য কাপড়ের অংশ থাকে যা গোপনাঙ্গটুকু ঢেকে রাখে কেবক। আর পিছনের অংশে একটি সরুর মত কাপড় থাকে। যা নিতম্বের মাঝখান দিয়ে যায়।