পোশাকশৈলী নাকি নাকি অশ্লীলতা! বলিউড অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের (Khushi Mukherjee) সাম্প্রতিকতম ভিডিও ঘিরে নেটপাড়ায় শোরগোল উঠেছে। এমন এক পোশাক পরে খুশি ধরা দিয়েছেন যার দুই পাশেই কাটা। বেরিয়ে রয়েছে কোমর, থাই, নিতম্ব। হাত দিয়ে চেপে রাখতে হচ্ছে পোশাক। যাতে হওয়ায় উড়ে না যায়। পোশাক হাওয়ায় উড়লেই বেরিয়ে পড়বে নায়িকার গোপনাঙ্গ (Private Parts)। শুক্রবার মুম্বইয়ের রাস্তায় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন খুশি। গাড়ি থেকে নামতেই তাঁর পরনের পোশাক দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করাতে পারছিলেন না চিত্রসাংবাদিকেরা। হতবাক হয়ে যান পথচলতিরাও। ড্রেসের দুই ধার কোমর থেকে নীচ পর্যন্ত কাটা। কেবল সামনে এবং পিছন থেকে পর্দার মতো ঝুলছে জামার অংশ। কোমর, থাই, নিতম্ব সবটাই উন্মুক্ত। হাওয়ায় যাতে পোশাকের ঝুলন্ত অংশ উড়ে না যায় তার জন্যে হাত দিয়ে তা চাপা দেওয়ার চেষ্টা করছেন খুশি।
আরও পড়ুনঃ ফের মা হলেন অভিনেত্রী ইলিয়ানা, সদ্যজাতের ছবি শেয়ার করে নাম প্রকাশ করলেন নায়িকা
খুশির পোশাক দেখে তাজ্জব নেটবাসীঃ
"स्टाइल या अश्लीलता"... खुशी मुखर्जी की इस वीडियो पर राय दें#khushimukherjee | Khushi Mukherjee Model Dress pic.twitter.com/FQcVj1qBf4
— News24 (@news24tvchannel) June 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)