জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদি ( Jhuma Boudi) বরাবরই তার গ্ল্যামার ও ফ্যাশনের জন্য বিখ্যাত। তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ছবিগুলিতে তাকে দেখা গেছে হালকা সবুজ রঙের একটি অফ-শোল্ডার, ওয়ান-সাইড স্ট্র্যাপ জাম্পস্যুটে, যেটি নিঃসন্দেহে তার ফিগারকে সুন্দরভাবে হাইলাইট করছে।
সবুজ পাহাড় ও শহরের দৃশ্যের মধ্যে তার এই ছবি লুককে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। তিনি খোলা চুলে, হালকা মেকআপ ও স্টাইলিশ হুপ ইয়াররিংস পরে রয়েছেন। তার ঠোঁটে লাল লিপস্টিক ও গাঢ় আইলাইনার তার লুককে আরো সেক্সি করেছে। শরীর থেকে গ্লামার যেন ঠিকড়ে বেরিয়ে আসছে। যা দেখে ভক্তদের মধ্যে আলোড়ন পড়ে গেছে।
অনুরাগীরা ইতিমধ্যেই ছবিগুলিতে লাইক ও প্রশংসার ঝড় তুলেছেন। এক কথায়, মোনালিসা এই লুকে দেখিয়েছেন কিভাবে সহজ অথচ মার্জিত ফ্যাশনেও সেক্সি এবং হট লুক আনা যায়।