Cartoon Network: চ্যানেল বন্ধের জল্পনায় ইতি, "আমরা মারা যাইনি" লিখে দর্শকদের উদ্দেশ্যে বার্তা কার্টুন নেটওয়ার্ক কর্তৃপক্ষের
সম্প্রতি রটে গিয়েছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। টুইটারে ট্রেন্ড হয়েছিল #RIPCartoonNetwork। এই পরিস্থিতিতে বিশেষ বার্তা দিয়ে জানানো হল "আমরা কোথাও যাচ্ছি না"
মা-বাবার হাজার বকুনি খেয়েও নয়ের দশকের ছেলেমেয়েরা কার্টুন নেটওয়ার্ক দেখেই বেড়ে উঠেছে।এবার কী তবে এই চ্যানেলের অস্তিবত্বটাই আর থাকছে না? এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে লেখা হয়, ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওজের সঙ্গে মিশে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক স্টুডিওজ। ওয়ার্নার ব্রাদার্স (Warner Bros) ৮২ জন স্ক্রিপ্টেড, আনস্ক্রিপ্টেড এবং অ্যানিমেশন কর্মীকে ছাঁটাই করার পরেই ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বলা হচ্ছিল, দুই কোম্পানির সংযুক্তিকরণের জন্য ২৬ শতাংশ কর্মীদের সরিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।এরপরেই নেটপাড়ায় ঝড় তোলে এই সংবাদ। কোটি কোটি নেটিজেনের আবেগের সঙ্গে জড়িয়ে কার্টুন নেটওয়ার্ক(Cartoon Network)। ফলত সকলেই নিজের ছেলেবেলার কাহিনি স্মরণ করতে শুরু করেন। ভেসে যান পুরনো নস্টালজিয়ায়। টুইটারে ট্রেন্ড করতে শুরু করে #RIPCartoonNetwork।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয় চ্যানেল। অগুণতি দর্শকদের উদ্দেশ্যে টুইট করল কার্টুন নেটওয়ার্ক,তারা জানাল-
"আমরা মারা যাইনি। আমাদের ৩০ বছর বয়স হয়ে গেল। এই যা।" "ফ্যানদের বলতে চাই, আমরা কোথাও যাচ্ছি না। আপনাদের ভালোবাসার জায়গা হয়েই থেকে যাব আমরা। সৃজনশীল কার্টুনের জন্ম দিতে থাকব। আরও অনেক কার্টুন আসতে চলেছে।"