Suhana Khan and Agastya Nanda: প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুহানা-অগস্ত্য, মধ্যরাতে অমিতাভ নাতির সঙ্গে কোথায় চললেন শাহরুখ তনয়া?
বলিউডের বহু অনুষ্ঠান এবং পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকা সন্তানকে। একসঙ্গে বিদেশ ভ্রমণও সেরে এসেছেন দুটিতে। রানি মুখার্জির দিওয়ালি পার্টিতেও একসঙ্গে এলেন সুহানা-অগস্ত্য।
মুম্বই, ৪ নভেম্বরঃ প্রতি বছর দিওয়ালি উপলক্ষ্যে ধুমধাম করে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন অভিনেত্রী রানি মুখার্জি (Rani Mukerji)। অতিথি হিসাবে পৌঁছে সেখানে পৌঁছে গিয়েছিলেন নামজাদা বলি সেলেবরা। শাহরুখ খান (SRK), গৌরী, ক্যাটরিনা কইফ (Katrina Kaif), ভিকি কৌশল (Vicky Kaushal), শহিদ কাপুর, শিল্পা শেট্টি, করণ জহার-সহ বহু তারকাকে রানি মুখার্জির দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছে। তবে বিশেষভাবে নজর কেড়েছেন শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan) এবং অমিতাভ নাতি অগস্ত্য নন্দা (Agastya Nanda)। জোয়া আখতারের 'দ্য আর্চিজ' (The Archies) ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি দুই তারকার। আর সেই থেকেই বলি পাড়ার সুহানা এবং অগস্ত্যর বিশেষ বন্ধুত্বের গুঞ্জন শুরু। বলিউডের বহু অনুষ্ঠান এবং পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকা সন্তানকে। একসঙ্গে বিদেশ ভ্রমণও সেরে এসেছেন দুটিতে। রানি মুখার্জির দিওয়ালি পার্টিতেও একসঙ্গে এলেন সুহানা-অগস্ত্য (Suhana Khan and Agastya Nanda)।
রানি মুখার্জির দিওয়ালি পার্টিতে (Rani Mukerji Diwali Party) বাবা শাহরুখ এবং মা গৌরী খান এলেও তাঁদের সঙ্গে আসেননি সুহানা। অন্যদিকে অগস্ত্যর মা শ্বেতা নন্দাও এসেছিলেন সেই পার্টিতে। তবে মায়ের সঙ্গে এলেন না অগস্ত্য। বরং একসঙ্গে একই গাড়িতে এলেন সুহানা এবং অগস্ত্য (Suhana Khan and Agastya Nanda)।
রানি মুখার্জির দিওয়ালি পার্টিতে একসঙ্গে সুহানা-অগস্ত্য...
২ নভেম্বর শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিনের রাতেই দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন রানি মুখার্জি। একসঙ্গে গাড়িতে চেপে সেখানে পৌঁছলেন দুই তারকা সন্তান। পাপারাৎজির ক্যামেয়ায় ধরা পড়েছে সেই দৃশ্য। একে অপরের উপর যেন মোহিত হয়ে রয়েছেন দুজন। যুগলের সম্পর্কের গুঞ্জন ছড়াতে শুরু করায় একসঙ্গে কোন পার্টিতে বা অনুষ্ঠানে যাওয়া কমিয়ে দেন তাঁরা। তবে এদিনের পার্টিতে ফের একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।