Shamita Shetty Cries(Photo Credits: @DurrrRahoo)

Bigg Boss OTT হাউসে চলছে পারিবারিক সপ্তাহ৷ দিব্যা আগরওয়াল বরুণ সুদের সাক্ষাতের পর মেয়েকে দেখতে Bigg Boss OTT  হাউসে এলেন সুনন্দা শেট্টি৷ মাকে দেখতে পেয়ে প্রথমে উত্তেজনায় চিৎকার করে ওঠেন অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty)৷ তারপর কাচের এপার থেকেই তাঁর চোখ উপচে জল নামে৷ আবেগতাড়িত মেয়েকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলে নেন সুনন্দা শেট্টি৷ আশীর্বাদ করেন৷ ইতিবাচক হওয়ার পরামর্শ দেন৷ দৃঢ় হতে বলেন৷ 

মাকে দেখে কাঁদলেন শমিতা শেট্টি