Shah Rukh Khan With Gauri Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ জুন:  প্রকাশ্যে এল শাহরুখ খানের (Shah Rukh Khan) পুরনো ছবি। যেখানে গৌরী খান (Gauri Khan), নম্রতা শিরোদকর, সঙ্গীতা বিজলানির সঙ্গে দেখা যায় শাহরুখকে।  গৌরী খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে পুরনো ছবি শেয়ার করেন।  সেখানেই একেবারে অন্যরূপে দেখা যায় কম বয়সী শাহরুখকে।  ৯-এর দশকের পুরনো ছবি গৌরী খান যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দেখুন...

 

 

View this post on Instagram

 

নয়ের দশকে কোনও একটি ফ্যাশন শোয়ে হাজির হওয়ার আগে সঙ্গীতা বিজলানি এবং নম্রতা শিরোদকর একসঙ্গে হাজির হন। গৌরীও সেখানে ছিলেন। নম্রতা শিরোদকর এবং সঙ্গীতা বিজলানির ফ্যাশন শো দেখতে সেই সময় দর্শক আসনে হাজির হন এসআরকে। গৌরী খান সেই মুহূর্তের ছবিই শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।

আরও পড়ুন: Udaipur Killing: 'পুলিশ ঠিক সময় পদক্ষেপ করলে বাবাকে হারাতে হত না' আক্ষেপ নিহত দর্জির ছেলেদের

সম্প্রতি প্রকাশ্যে আসে শাহরুখ খানের পরবর্তী ছবি 'জওয়ান'-এর ঝলক। যেখানে এক্কেবারে অন্যরকম লুকে ধরা পড়েন কিং খান।