মুম্বই, ২২ জুনঃ প্রাণনাশের হুমকি রয়েছে বলিউড ভাইজান সলমন খানের (Salman Khan) মাথায়। ওয়াই প্লাস সিকিউরিটি (Salman Khan Y+ Security) নিয়ে চলাফেরা করেন ভাইজান। সদ্য মুক্তি পেয়েছে আমির খানের ছবি 'সিতারে জমিন পার' (Sitaare Zameen Par)। ছবির প্রিমিয়ারে বলি তারকাদের ঢল নেমেছিল। এসেছিলেন সলমন, শাহরুখও। আর সেখানেই ভাইজানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতে আসেন আমির পুত্র জুনেইদ খান (Junaid Khan)। সাক্ষাৎ তো দূর সল্লু ভাইয়ের কাছে ঘেঁষতে দেওয়া হল না জুনেইদকে। এক নিরাপত্তারক্ষী তাঁকে ঠেলে সরিয়ে দিলেন। সমাজমাধ্যমের পাতায় হু হু করে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।
আরও পড়ুনঃ মস্তিষ্কের জটিল রোগে ভুগছেন সলমন খান, অসুস্থতার কারণেই অবিবাহিত থাকার সিদ্ধান্ত, জানালেন ভাইজান
ভিডিওতে দেখা যাচ্ছে, সুরক্ষাবলয়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন সলমন। তাঁর আশেপাশে উপচে পড়ছে ভিড়। তাই অভিনেতাকে সুরক্ষা দেওয়ায় কোন কমতি রাখেননি নিরাপত্তারক্ষীরা। এমন সময়ে ভিড় ঢেলে ক্রমাগত সলমনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন জুনেইদ। ভিড়ের মধ্যে তাঁকে চিনতে পারেননি এক নিরাপত্তারক্ষী। তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
জুনেইদকে ধাক্কা মেরে সরালেন সলমনের নিরাপত্তারক্ষীঃ
View this post on Instagram
এরপর নিরাপত্তারক্ষীর হাত ধরে হাসিমুখে অনুরোধ করতে দেখা যায় জুনেইদকে। আমির পুত্রের পরিচয় জেনে তাঁকে সলমনের পাশে আসতে দেন ওই নিরাপত্তারক্ষী।