Salman Khan: 'হম দিল দে চুকে সনম'-এর ২২ বছর, ঐশ্বর্য কোথায়, আবেগতাড়িত সলমনকে প্রশ্ন ভক্তদের
সলমন, ঐশ্বর্য, ছবি ট্যুইটার

মুম্বই, ১৮ জুন: হম দিল দে চুকে সনম-এর (Hum Dil De Chuke Sanam) ২২ বছর পেরিয়ে গিয়েছে। হম দিল দে চুকে সনমের ২২ বছর পূর্তিতে যেন আবেগতাড়িত হয়ে পড়েন সলমন। হম দিল দে চুকে সনমের ২২ বছর পূর্তিতে একটি ছবি শেয়ার করেন সলমন। যেখানে সলমন খান (Salman Khan)অজয় দেবগণ এবং সঞ্জয় লীলা বনশালিকে ট্যাগ করেন। সলমনের শেয়ার করা ওই ছবি দেখে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়।

 

 

View this post on Instagram

 

হম দিল দে চুকে সনম-এর ২২ বছর পূর্তিতে সলমন খান অজয় দেবগণ (Ajay Devgn) এবং সঞ্জয় লীলা বনশালিকে ট্যাগ করলেও ঐশ্বর্যর নাম সেখানে নেই কেন বলে প্রশ্ন করা হয় সলমনকে। সিনেমার প্রধান অভিনেত্রীর নাম সলমনের পোস্টে নেই কেন বলে প্রশ্ন করেন অনেকে । যদিও নেটিজেনদের ওই প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি সলমন খানকে।

আরও পড়ুন:  Akshay Kumar: 'পৃথ্বীরাজ' নিয়ে বিক্ষোভ, অক্ষয়ের কুশপুতুল দাহ

শোনা যায়, হম দিল দে চুকে সনমের পর থেকেই ঐশ্বর্যর ( Aishwarya Rai Bachchan) সঙ্গে সলমনের ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সলমন, ঐশ্বর্যর মাঝে বিবেক ওবেরয় চলে আসাতেই তাঁদের সম্পর্ক ভেঙে যায় বলে শোনা যায়। যা নিয়ে ওই সময় সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।