এবার গদর টু-এর পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে অভিযোগে সরব আমিশা প্যাটেল। বলিউড অভিনত্রীর অভিযোগ, পরিচালক অনিল শর্মা পুরুষ অভিনেতাদের যাওয়া, আসার জন্য গাড়ির ব্যবস্থা করেন না। প্রযোজনা সংস্থার তরফে যেমন গাড়ির ব্যবস্থা করা হয় না, তেমনি খাবারের বিল পর্যন্ত মেটানো হয় না বলে অভিযোগ করেন আমিশা। শেষ মুহূর্তে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে, জি স্টুডিয়োর তরফে হস্তক্ষেপ করা হয় এবং সমস্ ব্যবস্থা করা হয় বলে দাবি করেন গদর টু-এর অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আমিশা প্যাটেল একের পর এক ট্য়ুইট করে বিষয়টি নিয়ে সরব হন। যা প্রকাশ্যে আসতেই, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।
Another concern of fans has been about certain incidents regarding ANIL SHARMA PRODUCTIONS to have taken place in regards to the final schedule of GADAR 2 that took place end May in CHANDIGARH!! 1/4
— ameesha patel (@ameesha_patel) June 30, 2023