Badshah: 'তু কব মরেগা?', কেকে-কে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রমণের মুখে বাদশা
এই প্রথম নয়, এর আগে বহুবার একাধিক কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েন বলিউড তারকারা। কখনও মালাইকার বয়স নিয়ে কটাক্ষ করা হয়। আবার কখনও মাতৃত্বের পর করিনার বেড়ে যাওয়া ওজন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়।
মুম্বই, ২ জুন: কেকে-র (KK) মৃত্যুর পর থেকে শোকস্তব্ধ গোটা দেশের সঙ্গীত মহল এবং প্রয়াত গায়কের অসংখ্য অনুরাগী। এসবের মধ্যে এবার বাদশাকে কটাক্ষ করলেন এক নেটিজেন (Netizen)। কেকের মৃত্যুর পর বাদশার সোশ্যাল হ্যান্ডেলে হাজির হয়ে একজন লেখেন, 'তু কব মরেগা?' যা দেখে কার্যত অবাক হয়ে যান বাদশা (Badshah)। শুধু তাই নয়, এরপর ট্রোলারকে বেশ নমনীয়ভাবে উত্তর দেন বাদশা। এমনকী, প্রতিদিন তাঁদের কী ধরনের কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়তে হয়, তাও ধরেন বলিউডের এই র্যাপার কিং। প্রসঙ্গত, কেকের মৃত্যুর পর প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানাতে গিয়েই আক্রমণের মুখে পড়েন বাদশা। তারপর দেখুন কী লিখলেন বাদশা...
তবে এই প্রথম নয়, এর আগে বহুবার একাধিক কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েন বলিউড তারকারা। কখনও মালাইকার বয়স নিয়ে কটাক্ষ করা হয়। আবার কখনও মাতৃত্বের পর করিনার বেড়ে যাওয়া ওজন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়। আবার কখনও নেহা কক্করকে তাঁর উচ্চতার জন্য নেট জনতার একাংশের আক্রমণের মুখে পড়তে হয়।
আরও পড়ুন: Sara Ali Khan: বিকিনিতে সারা, মন কাড়লেন নেটিজেনদের
সবকিছু মিলিয়ে বলিউড তারকাদের সোশ্যাল হ্যান্ডেলগুলি একাধিক সময়ে বিভিন্ন কটাক্ষ এবং সমালোচনায় ভরে ওঠে।