Credit: Instagram

টিভি থেকে অভিনয় করা শুরু করে বলিউডে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী অবনীত কৌর। টিভি হোক বা বলিউড, অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও রূপের ঝলকানিতে মোহিত হয়ে থাকে ভক্তরা। প্রায় প্রতিদিনই অবনীত কৌর তার সিজলিং হট সেক্সি লুকের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। অবনীতের এই সেক্সি ছবি ও ভিডিও দেখে চোখ সরাতে পারেন না অবনীতের ভক্তরা।

সম্প্রতি অভিনেত্রী অবনীত কৌর তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন কিছু সেক্সি ছবি। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে আকাশী নীল রঙের ব্যাকলেস বডিকন ড্রেস পরেছেন অবনীত কৌর। ক্যামেরার সামনে সেক্সি পোজ দিতে দেখা যায় তাকে।

ছবিতে অবনীত কৌরের আধুনিক ড্রেসের সেক্সি লুক দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। অভিনেত্রী অবনীতের হটনেস রীতিমতো তাপমাত্রা বাড়িয়ে তুলেছে সোশ্যাল মিডিয়ার। অবনীতের সৌন্দর্য এবং স্টাইলের প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে তার ভক্তরা।