Credit: Instagram

বলিউডের অন্যতম হটেস্ট অভিনেত্রী আলিয়া এফ। ২০২০ সালে ‘জওয়ানি জানেমন’ ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন আলিয়া এফ। ছবিতে তার সঙ্গে ছিলেন সইফ আলি খান এবং টাবু। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় আলিয়া এফ। প্রতিদিন অভিনেত্রী তার সিজলিং হট লুকের ছবি ও ভিডিও শেয়ার করে ঘুম উড়িয়ে দেন ভক্তদের।

সম্প্রতি, অভিনেত্রী আলিয়া এফ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফটোশুটের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ছবি ও ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে মুক্ত লাগানো সেক্সি পোশাক পরেছেন আলিয়া এফ। স্মোকি মেকআপ ও খোলা চুলে ক্যামেরার সামনে সেক্সি পোজ দিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর হট পোজে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা।

আলিয়া এফ-এর আসল নাম হল আলিয়া ফার্নিচারওয়ালা। সম্প্রতি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির ‘ভাল্লা হাবিবি’ গানটি প্রকাশিত হয়েছে। এই গানটিতে দেখতে পাওয়া যায় আলিয়া এফকে। তার সঙ্গে দেখতে পাওয়া যায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে।