নয়াদিল্লি : আবারও শাড়ি পরা ভিডিয়ো পোস্ট করে উষ্ণতা ছড়ালেন 'গন্দি বাত' খ্যাত অভিনেত্রী আভা পাল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এবার যে ভিডিয়ো আপলোড করেছেন সেখানে তাঁকে অনন্য রূপে দেখা যাচ্ছে। আভার শাড়ি পরা উষ্ণতায় ভরা ভিডিয়ো দেখে আপ্লুত অনুরাগীরা। ২০১৩ সালে তাঁকে প্রথম 'কামসূত্র ৩ ডি' (Kamasutra 3D) সিনেমায় দেখা যায়। তিনি গান্দি বাত এবং ট্রিপল এক্স (XXX) এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে সাহসিকতা দেখিয়েছেন।
দেখুন ভিডিয়ো
View this post on Instagram