Aabha Paul Monokini Pic: কালো মনোকিনি পরে অভিনেত্রী আভা, তাপমাত্রা বাড়ছে সোশ্যাল মিডিয়ার
Credit: Instagram

বলিউড অভিনেত্রী আভা পল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর হট ছবি। ছবিতে কালো মনোকিনি পরে সিজলিং পোজ দিতে দেখা যায় আভা পলকে (Aabha Paul)। তার এই হট লুকের প্রশংসা করে থামছে না ভক্তরা। আভা খুবই স্টাইলিশ পোজ দিয়ে তুলেছেন এই ছবি।

আভা পলের ভক্তদের সংখ্যা গোনা হয় মিলিয়নে। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই হট সিজলিং লুকের ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় আভাকে। তাঁর খোলামেলা পোশাক পরা ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় এক প্রকার চর্চায় বিষয়। তাঁর ছবি ও ভিডিও দেখে চোখ সরাতে পারেন না দর্শকেরা। আভার চোখের চাহনিতেই কাবু হয়ে যায় বহু মানুষ।

আভা পলকে অভিনেত্রী হিসেবে প্রথম দেখতে পাওয়া যায় ২০১৩ সালের 'কামাসূত্র থ্রিডি' (Kamasutra 3D) সিনেমায়। এছাড়া তিনি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন, যেমন গন্দি বাত এবং ট্রিপল এক্স (XXX) এর মতো ওয়েব সিরিজে দেখা যায় তাঁকে।