অভিনেত্রী আভা পল সাহসী লুকে ভিডিও পোস্ট করলেন। ভিডিও পোষ্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। সেক্সি আর হট লুকে আভা পল । সাদা হ্যাল্টার নেক টপ, যার অনেকটা কাট। ওপেন ব্যাক ডিজাইন। সম্পূর্ণ খোলা পিঠ। সামনের আবরণ থেকে বেরিয়ে আছে বুকের অনেকটা অংশ। যা দেখে নজর ঘোরাতে পারছে না কেউ। তার ভক্তদের মধ্যে তোলপাড়। একেবারে সাহসী ও বোল্ড মুডে। গলার পড়েছেন বড় সাইজের সাদা অলঙ্কার। একেবারে মানান সই ও তাঁকে গ্ল্যামারাস লুক।

ক্যামেরার দিকে সরাসরি তাকানো ভক্তকুলকে আকৃষ্ট করেছে। চুল খোলা পনিটেলে বাঁধা। হাইলাইট ও ন্যুড লিপস্টিক মোহময়ী করে তুলেছে আভাকে। পোশাকের পেছনের খোলা ডিজাইন ও সেক্সি দেখে নেটিজেনরা ফিদা। ভিডিওটি পোস্ট হতেই হাজার হাজার লাইক কমেন্ট শুরু হয়েছে।

অভিনেত্রী আভা পল সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই খুব সহজেই তা ভাইরাল হয়ে যায়, তার প্রতিটি পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা। সেক্সি পোজে ফটোশুট করতে দেখা যায় তাকে। এই ছবি পোস্ট করতেই ঝড় উঠেছে মন্তব্যের, পোস্টের কমেন্ট বক্সে অনেকেই প্রশংসা করেছে সেক্সি পোজের।