Viral: হার্নিয়ার অস্ত্রোপচার করাতে গিয়ে অদ্ভুদ ঘটনা, পুরুষের শরীরে মিলল মহিলা যৌনাঙ্গ
Surgery In Hospital (Photo Credit: Twitter)

পুরুষ (Male) শরীরে মহিলার যৌনাঙ্গের উপস্থিতি। কসোভোর (Kosovo) এক ব্যক্তির অস্ত্রোপচার করতে গিয়ে এমনই বিরল ঘটনার সাক্ষী চিকিৎসকরা। কসোভোর বছর ৬৭-র ব্লক হাসপাতালে যান হার্নিয়ার অস্ত্রোপচার করাতে। অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা অনুভব করেন, ব্লকের শরীরে পুরুষাঙ্গের পাশাপাশি রয়েছে মহিলাদের যৌনাঙ্গ ( Vagina) তবে অর্ধেক। ৬৭ বছর ধরে ব্লক মহিলাদের অর্ধেক যৌনাঙ্গ নিজের শরীরে নিয়ে জীবনযাপন করছিলেন। তিনি বুঝতেও পারেননি। তবে শরীরে অস্বস্তি ক্রমাগত বাড়তে শুরু করায়, ব্লক চিকিৎসকদের দ্বারস্থ হন। আর সেখানেই জানা যায়, তাঁর শরীরের অদ্ভুদ রোগের কথা।

পাশাপাশি ব্লকের শরীরে ইউটেরাস, ফেলোপিয়ান টিউব সব মহিলা যৌনাঙ্গের প্রায় সবকিছুই হাজির বলে বুঝতে পারেন চিকিৎসকরা। যা দেখে অবাক হয়ে যান তাঁরা। মহিলা যৌনাঙ্গের অর্ধেক ব্লকের শরীরে থাকায়, সারা জীবন ধরে তাঁর শরীরে কোনও পুরুষের টেস্টিক্যাল ছিল না। তবে ব্লক কোনওদিন সেভাবে তা অনুভব করতে পারেননি।

আরও পড়ুন: Mouni Roy Wedding: বিয়ে করলেন মৌনী রায়, লাল পাড় সাদা শাড়িতে সেজে ছাদনাতলায় কোচবিহারের মেয়ে

তবে চিকিৎসা বিজ্ঞানে এই ধরণের ইতিহাস খুব কম চোখে পড়ে বলে জানা যায় চিকিৎসকদের তরফে। পারসিসটেন্স মুলেরিয়ান ডাক্ট সিনড্রোমম বলে পরিচিত এই জটিল রোগের জেরে মানুষ অনেক সময় জানতেই পারেন না, তাঁর শরীরে অবাঞ্ছিত কোনও অঙ্গের উপস্থিতি রয়েছে।