বাংলাদেশের (Bangladesh) ইঞ্জিনিয়ারিং এবং টেকনলোজি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভারতীয় পতাকার অনুকরণে ছবি আঁকা হল। গেটের সামনে ভারতীয় পতাকা আঁকায়, তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন মানুষজন। এবার এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির পর থেকে বাংলাদেশে ক্রমাগত বাড়তে শুরু করেছে ভারত (India) 'বিদ্বেষ'। এমনকী ইসকনকে দেশ ছাড়া করা হবে বলেও বাংলাদেশে স্লোগান ওঠে। পাশাপাশি চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর-সহ একাধিক এলাকায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের খবর আসছে। যার তীব্র নিন্দা করা হয় দিল্লির তরফে। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে বলে সে দেশের হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করা হয়। যা অবশ্য খারিজ করে দেয় সে দেশের উচ্চ আদালত। ইসকন ইস্যুতে বাংলাদেশে উত্তেজনা ছড়াতে শুরু করলে, এবার ভারতীয় পতাকার অবমাননা দেখা যায় পড়শি দেশে। (সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা তথ্যের উপর নির্ভর করে লেখা)
দেখুন বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভারতীয় পতাকার অবমাননা কীভাবে করা হচ্ছে...
Indian flag painted at the gate of Bangladesh University of Engineering and Technology.
This is a direct insult to India. @MEAIndia Sir, take a look. pic.twitter.com/W2Oz3f5Kb8
— Hindu Voice (@HinduVoice_in) November 27, 2024
একের পর এক ছবি ভাইরাল হতে শুরু করেছে...
This is from the Bangladesh University of Engineering and Technology (BUET) in Dhaka.
The national flag of India was placed at the BUET campus gate in such a way that people could walk on it and disrespect it. pic.twitter.com/WyURrMeDWM
— Anshul Saxena (@AskAnshul) November 27, 2024
ভারতীয় পতাকার অবমাননা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের গেটের সামনে...
Indian Flag Being Painted At The Gate Of Bangladesh University Of Engineering And Technology.
Bangladeshi Muslims Hate India & Hindus.@EduMinOfIndia Must Deport All Muslim Bangladeshi Students Back To Bangladesh
There Are 1000s Of Bangladeshi Studying In Universities Of… pic.twitter.com/cFNXarx7AB
— Desidudewithsign (@Nikhilsingh21_) November 27, 2024