Sea Lions Jumping In The Water (Photo Credit: X/Screengrab)

Russia Earthquake: রাশিয়ায় (Russia) ৮.৮ মাত্রার প্রবল ভূমিকম্পের (Earthquake) জেরে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়। রাশিয়ায় বিপজ্জনক ভূমিকম্পের পর জাপান (Japan), আমেরিকায় (US) সুনামির (Tsunami) ঢেউ আছড়ে পড়ে। ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই (Hawaii), ওয়াশিংটন উপকূলে একের পর এক সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করে। সমুদ্রের প্রবল ঢেউয়ের জেরে জাপানের উপকূলে বিশালকার তিমি এবং হাঙরগুলি ভেসে আসতে শুরু করে, যে ছবি গোটা বিশ্বের মানুষকে কার্যত বাকরুদ্ধ করে দেয়। তেমনিভাবে রাশিয়া থেকে আরও একটি ছবি প্রকাশ্যে এল।

রাশিয়ার কামছাটকা প্রদেশে যখন প্রবল ভূমিকম্প শুরু হয়, সেই সময় সি লায়নগুলি জলে ঝাঁপ দিতে শুরু করে। প্রবল কম্পনের জেরে যখন পাহাড় ভেঙে আসতে শুরু করে, সেই সময় বিপর্যয় আঁচ করে, জলে ঝাঁপ দিতে শুরু করে সি লায়নগুলি (Sea Lions)। পাহাড় ভেঙে যাতে তাদের গায়ে না পড়ে, সেই ভয় থেকেই তারা জলে ঝাঁপ দিতে শুরু করে। রাশিয়ার ভূমিকম্পের জেরে যেভাবে সি লায়নগুলি জলে ঝাঁপ দিতে শুরু করে, সেই ছবি দেখে অবাক হয়ে যায় প্রায় গোটা বিশ্ব।

আরও পড়ুন: Whales Washed Ashore After Tsunami Video: প্রলয় কি আসন্ন? উথালপাতাল সমুদ্র, সুনামির ঢেউয়ের ধাক্কায় সৈকতে ভেসে আসছে বিশাল সব তিমি, হাঙর, দেখুন ভিডিয়ো

দেখুন ভূমিকম্প শুরু হলে কীভাবে সি লায়নগুলি জলে ঝাঁপ দিতে শুরু করে...

 

৩০ জুলাই রাশিয়ার কামছাটকা প্রদেশে প্রবল ভূমিরম্প হয়। থরথর করে কেঁপে ওঠে গোটা দেশ। ৮.৮ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্পের জেরে রাশিয়ার কামছাটকা প্রদেশ দুলে ওঠে, তাতে গোটা বিশ্ব আতঙ্কে ভুগতে শুরু করে। রাশিয়ার ভূমিকম্পের পরপরই জাপান এবং আমেরিকায় জারি করা হয় সুনামি সতর্কতা।