প্রতীকী ছবি

খাইবার পাখতুনখোয়া: পাকিস্তানের একটি থানায় জঙ্গি হামলার (tetrrot attsck) ফলে মৃত্যু হল দুজন পুলিশকর্মীর। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের (Afganitan) সীমান্ত এলাকায় অবস্থিত খাইবার পাখতুন প্রদেশে (Khabern Paktunkhwa province) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা (broder) অবস্থিত খাইবার পাখতুন প্রদেশের দক্ষিণ কারগজাই (Raghzai) পুলিশ স্টেশনে বাইক করে  আচমকা হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। তারপর পুলিশ কর্মীদের উদ্দেশে এলোপাথাড়ি গুলি চালাতে আরম্ভ করে । এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সাব ইন্সপেক্টর ফারমান এবং ফারিদের। জখম হয়েছেন আরও দুই কনস্টেবল। থানার চত্বরে গুলি চালানর পরে থানায় ভাঙচুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুষ্কৃতীরী। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছন পুলিশ। বর্তমানে গোটা এলাকায় ঘিরে  তল্লাশি চালাচ্ছেন পাকিস্তানের পুলিশকর্মীরা।

এপ্রসহঙ্গে খাইবার পাশতুন খোয়ার প্রধানমন্ত্রী মেহমুদ খান জানান, পুলিশ থানায় জঙ্গী হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। থানায় হামলা চালানোর পর অস্ত্রও নিয়ে পালায় ।