Video: ধরতে পারলেন না স্বামীকে, মায়ের চোখের সামনে সমুদ্রের 'রাক্ষুসে' ঢেউ গিলে নিল ২ সন্তানকেও, দেখুন
High Tide In Sea (Photo Credit: Twitter)

সমুদ্র (Sea) যেন গিলে নিল ৩ জনকে। এক নিমেষে স্বামী, সন্তানদের হারিয়ে শোকে স্তব্ধ স্ত্রী। মহারাষ্ট্রের (Maharashtra) সাংলির বাসিন্দা শশীকান্ত কর্মসূত্রে দুাবইতে (Dubai) থাকেন। সম্প্রতি শশীকান্ত নিজের পরিবারের সঙ্গে ওমানে যান। ওমানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যখন প্রকৃতির শোভা দেখার সঙ্গে সঙ্গে জলে পা ধুয়ে নিচ্ছিলেন, সেই সময় ঘটে অঘটন।

শশীকান্ত তাঁর দুই সন্তানকে নিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকাকালীন আচমকা একটি 'রাক্ষুসে' ঢেউ আসে। সেই ঢেউয়ের তোড়ে ভেসে যেতে শুরু করে শশীকান্তের ২ সন্তান। সন্তানদের ভেসে যেতে দেখে শশীকান্ত নিজেকে ধরে রাখতে পারেননি। তিনিও তাদের পিছনে ছুটতে শুরু করেন। সেই সময়ই শশীকান্ত-সহ তাঁর ২ সন্তানকে ভাসিয়ে নিয়ে যায় সমুদ্র।

দেখুন সেই ভিডিয়ো...

 

ঘটনার পরপরই ওমান পুলিশ খোঁজ শুরু করে। বছর ৪৫-এর শশীকান্ত এবং তাঁর ছেলে শ্রেয়সের দেহ উদ্ধার হলেও, খোঁজ মেলেনি বছর নয়ের শ্রেয়ার। সপ্তাহান্তে ওমানে পিকনিক করতে গিয়ে স্বামী এবং ২ সন্তানকে হারিয়ে ফেলবেন, তা যেন কল্পনাও করতে পারেননি শশীকান্তের স্ত্রী।