স্ত্রীকে লুকিয়ে অফিসে চলছিল পরকীয়া। সকলের চোখের আড়ালে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা 'অ্যাস্ট্রোনমার' (Astronomer Ceo) সিইও অ্যান্ডি বাইরন (Andy Byron) তাঁরর সংস্থার মানবসম্পদ বিভাগের (হিউম্যান রিসোর্স) প্রধান ক্রিস্টিন ক্যাবটের (Kristin Cabot) সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। মিউজিক কনসার্ট ফাঁস করেছে অফিসে গড়ে ওঠা গোপন প্রেমের সম্পর্ক। অ্যাস্ট্রোনমার সিইও-র কীর্তি আজ গোটা দুনিয়ার সামনে চলেছে। হাটের মাঝে হাঁড়ি ভেঙেছে বাইরন এবং ক্রিস্টিনের। সিইও এবং তাঁর মহিলা সহকর্মীর গোপন প্রেমের সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নিন্দা, কটাক্ষের শিকার হচ্ছেন দুজনেই। ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে মার্কিন সংস্থা। নিন্দার মুখে এবার সিইও-কে বরখাস্ত করল অ্যাস্ট্রোনমার।
বরখাস্ত হলেন 'অ্যাস্ট্রোনমার' সিইও অ্যান্ডি বাইরন
শুক্রবার রাতে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে, সিইও অ্যান্ডি বাইরনকে (Andy Byron) অনির্দিষ্টকালের জন্যে সাসপেন্ড করা হচ্ছে। আরও জানানো হয়েছে, সংস্থার পরিচালনা পর্ষদ এই বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
কোল্ডপ্লের কনসার্টে ফাঁস অ্যান্ডি বাইরন এবং ক্রিস্টিনের পরকীয়া
বুধবার রাতে আমেরিকার বস্টনের ম্যাসাচুসেট্সের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্ট দেখতে এসেছিলেন অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বাইরন (Andy Byron)। সঙ্গী করেছিলেন তাঁরই সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিনকে (Kristin Cabot)। আর সেই কনসার্টেই দুজনের পরকীয়া ফাঁস হয়। অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়েন তাঁরা।
ক্যামেরা তাঁদের দিকে পড়তেই মুখ ঢাকতে ব্যস্ত বাইরন ও ক্রিস্টিন
Coldplay accidentally exposed an alleged affair between Astronomer CEO Andy Byron and his colleague Kristin Cabot at one of their recent concerts. pic.twitter.com/hsJHV2u5UM
— Pop Base (@PopBase) July 17, 2025
দর্শকাসনে প্রেমিকাকে জড়িয়ে ধরে গান উপভোগ করছেন বাইরন। যুগলের আদুরে মুহূর্তে কনসার্টের একটি ক্যামেরা তাঁদের উপর গিয়ে পড়ে। সেই মুহূর্তটি স্টেডিয়ামের পর্দায় দেখানো হয়। যা ঘিরে ঘটল বিপত্তি। পরকীয়া ফাঁস হল তাঁদের। পর্দায় নিজেদের দেখা মাত্রই তড়িঘড়ি মুখ লুকান বাইরন এবং ক্রিস্টিন। বসে পড়ে নিজেকে আড়াল করেন বাইরন। হাত দিয়ে মুখ লুকান ক্রিস্টিন। সোশ্যাল মিডিয়া খুললেই বাইরন এবং ক্রিস্টিনের সেই ভিডিও ঘুরে বেরাচ্ছে।