Private Videos Leaked (Photo Credit: Reddit)

কলকাতা, ২৭ অগাস্ট: মোবাইল (Mobile) ফোন ঠিক করতে দিয়েছিলেন। কিন্তু সেখানে যে এমন অঘটন ঘটে যাবে, তা কল্পনাও করতে পারেননি। মোবাইল ঠিক করতে যেখানে দিয়েছিলেন, সেই দোকানের কেই ওই যুবকের যত ব্যক্তিগত ভিডিয়ো ছিল, তা ছড়িয়ে দেয়। এক কথায়, ওই যুবকের ব্যক্তিগত ভিডিয়ো লিক করে দেয় ওই দোকানের মালিক বা অন্য কেউ। এমনই একটি ঘটনা এবার শহর কলকাতায় (Kolkata)।

রেডিটের মাধ্যমে এমনই একটি খবর প্রকাশ্যে আসে। যেখানে এক যুবক জানান, তাঁর ব্যক্তিগত ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছে করে তাঁর ব্যক্তিগত ভিডিয়ো ছড়িয়ে দিয়েছে কলকাতার ওই মোবাইল ঠিক করার দোকান। ফলে এখন তিনি কী করবেন, তা বুঝে উঠতে পারেছন না।

দেখুন সেই পোস্ট যেখানে দেখা যায়, একের পর এক ব্যক্তিগত ভিডিয়ো প্রকাশ করে দেওয়া হয় বলে জানানো হয়...

 

Phone repair shop in Kolkata leaked my private videos... I dont know how to recover from this trauma.

byu/Prior_Jackfruit4428 inteenagers

ওই যুবককে আরও বলতে শোনা যায়, তিনি মানসিক ট্রমায় রয়েছেন ওই ঘটনার জেরে। তাঁর বাবা, মাও তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। কেউ তাঁর সঙ্গে ভাল করে কথা বলছেন না। তিনি সবার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কারও সঙ্গে যেমন কথা বলছেন না, তেমনি নিজের ফোন নম্বরও পালটে ফেলেছেন। তাও তিনি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছেন না বলে জানন ওই যুবক।

রেডিটের মাধ্য়মে ওই যুবক যখন নিজের কথা প্রকাশ করেন, তাঁকে বহু মানুষ বহু পরামর্শ দেন। কেউ এফআইআর করতে বলেন আবার কেউ আইনজীবীর সাহায্য নেওয়ার কথা বলেন। তবে মোবাইল ঠিক করার দোকান কীভাবে এই ধরনের কোনও কাণ্ড ঘটাতে পারে, তা দেখে অবাক হয়ে যান বহু মানুষ।