কলকাতা: নিজেদের শাসনকালে মিথ্যা বিবৃতি (false statements) দেওয়া ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প (central government schemes) চুরি (steal) করা ছাড়া আর কিছুই করেনি তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগই করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "বাংলায় চাকরি (jobs), শিল্প (industries) ও ব্যবসার উপযোগী পরিবেশ (business-friendly environment) নেই। গত ১২ বছরে এই রাজ্যে কোনও নতুন বিমানবন্দর (new airport), সমুদ্র বন্দর (seaport) এবং রেলওয়ে করিডর (railway corridor) তৈরি হয়নি। তৃণমূলের অভ্যাস হল মিথ্যা বিবৃতি (habit) দেওয়া ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প চুরি করা।" আরও পড়ুন: Calcutta High Court: নিজের গয়না নিয়ে স্বামীর ঘর ছাড়লে, স্ত্রীকে প্রতারিত বলা যাবে না, বলল আদালত
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: "Bengal doesn't have jobs, industries and business-friendly environment. In the last twelve years, no new airport, seaport, railway corridor have been built... It is TMC's habit to make false statements and steal central government schemes," says LoP West Bengal… pic.twitter.com/Mn8czTSX9N
— ANI (@ANI) August 3, 2023