ভাঙড়ের একটি মাঠে সরকারি নথি পোড়ানো হচ্ছে। এমন খবর পেতেই দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে ছুটে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কারা ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকায় সরকারি গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেয়,তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। আধপোড়া নথি খতিয়ে দেখলে তবেই সামনে আসবে, প্রকৃৃত বিষয়।
#CBI officers had to make an unscheduled rush to Bhangar in #WestBengal's South 24 Parganas district on Tuesday following information that some crucial documents related to any of the scams were there. pic.twitter.com/mzLPWNjcxt
— IANS (@ians_india) April 18, 2023