কলকাতা: সাংগাঠনিক কাজে পশ্চিমবঙ্গে (West Bengal) এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক বা প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat। শনিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ( All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবের (AIFF President Kalyan Chaubey) সঙ্গে তাঁর কলকাতার (Kolkata) বাসভবনে গিয়ে দেখা করেন মোহন ভাগবত (Mohan Bhagwat Met Kalyan Chaubey)। আরও পড়ুন: South Africa Captain: কোন ম্যাচ না খেলেই একেবারে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক হওয়ার নজির নীল ব্যান্ডের
দেখুন ছবি:
West Bengal | RSS Chief Mohan Bhagwat met Kalyan Chaubey, President, All India Football Federation (AIFF) at his residence in Kolkata, earlier today pic.twitter.com/PmyewAEMEL
— ANI (@ANI) December 30, 2023
আরএসএস প্রধানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, "খেলাধুলা (sports) নিয়ে আলোচনা (discussion) হয়েছে। তিনি এখানে এসেছিলেন খেলাধুলার অনুরাগী (admirer of sports) হিসেবে। বিভিন্ন ক্ষেত্রের আরও অনেক ক্রীড়াবিদও (sportspersons) উপস্থিত ছিলেন। বিভিন্ন টুর্নামেন্টে খেলা মহিলা ক্রীড়াবিদরাও (Women athletes) উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে।" আরও পড়ুন: Adhir Chowdhury: রামকে ধর্মের পরিধি থেকে রাজনীতিতে আনার করার চেষ্টা করছে বিজেপি, তোপ অধীর চৌধুরীর
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata, West Bengal: After meeting RSS Chief Mohan Bhagwat, AIFFA President Kalyan Chaubey says, "A discussion on sports took place. He came here as an admirer of sports... Many other sportspersons from various areas were also present... Women athletes who have played… https://t.co/by9czpPwtP pic.twitter.com/ABAZ0LOeQR
— ANI (@ANI) December 30, 2023