নয়াদিল্লিঃ রবি(Sunday) সকালে কলকাতার(Kolkata) ঠাকুরপুকুরে(Thakurpukur) ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক মানুষকে ধাক্কা মারল গাড়ি। জখম প্রায় ৮ থেকে ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবি সকালে ঘটনাটি ঘটেছে, ঠাকুরপুকুরের একটি বাজারে। ছুটির সকালে স্বাভাবিকভাবেই ভিড় ছিল বাজার। সেই ভিড় বাজারের মধ্যে আচমকা ঢুকে পড়ে গাড়িটি। একের পর এক মানুষকে ধাক্কা মারে গাড়িটি। দুরঘটনায় কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ুটি। দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন তিনজন। একজন মহিলা, একজন পুরুষ ও চালক। তাঁদের ঘিরে ধরে উত্তেজিত জনতা। প্রত্যক্ষদর্শীদের আরও অভিযোগ গাড়িটি হাসপুকুর এলাকায় প্রথমে কয়েকজনকে ধাক্কা মেরে পরে ওই বাজারে ঢুকে এই ঘটনা ঘটায়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা, আহত প্রায় ১০ জন
পাশাপাশি এই ঘটনার প্রসঙ্গ টেনে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তায় কাজ চলছে। যার জেরে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারছে না। এই রাস্তায় যেখানে বর্তমানে বড় গাড়ি ঢোকা নিষেধ সেখানে কীভাবে ঢুকে পড়ল গাড়িটি সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার কেন দুর্ঘটনার খবর পেয়েও ঘটনাস্থলে আসেননি তা নিয়েও উঠেছে প্রশ্ন।
রাম নবমীর সকালে ভয়াবহ দুর্ঘটনা, ভরা বাজারে প্রায় ১০ জনকে পিষে দিল গাড়ি
Kolkata News: বেহালা ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা, আটক ৩#kolkatanews #behala #thakurpukur #roadaccdient #accidente #Banglanews #BengaliNews #nktvbangla pic.twitter.com/t0T1nTF8Bu
— NKTV Bangla (@nktvbangla) April 6, 2025