কলকাতা, ২ অগাস্ট: কলকাতায় সম্প্রতি ভাইরাল হয় সৌরভ সিং (Sourav Singh) নামে এক ইফ্লুয়েন্সারের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা য়ায়, সৌরভ সিং নামের ওই যুবক মত্ত অবস্থায় অন্য একজনের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন। এ পর্যন্ত সব ঠিক ছিল। বিষয়টি অন্যদিকে মোড় নিতে শুরু করে যখন সৌরভ সিং এবং তাঁর সঙ্গী যুবক একে অপরের সঙ্গে যৌন সম্পর্কে (Sex) লিপ্ত হন।
একে অপরের সঙ্গে সৌরভ এবং তাঁর সঙ্গী যৌনতায় মেতে উঠলে, সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা নিয়ে শুরু হয় তুমুল চর্চা। এরপরই ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে, সৌরভ সিং, সৌরভ সি এমএমএস ভিডিয়ো লিক-সহ আরও বেশ কিছু ট্যাগলাইন। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল চর্চা।
কে এই সৌরভ সিং?
জানা যাচ্ছে, সৌরভ সিং কলকাতার (Kolkata) বাসিন্দা। এলএলবি পাশ সৌরভ সিং সম্প্রতি বিতর্কে জড়ান সেক্স ভিডিয়োর জেরে। প্রথমে সৌরভ সিং এবং আর একজন মত্ত অবস্থায় নিজেদের ক্যামেরাবন্দি করেন। বিষয়টি পালটে যেতে শুরু করে যখন সৌরভ এবং সেই ব্যক্তি সেক্সে জড়ান। ওই সেক্স ক্লিপ ভাইরাল হতেই সৌরভ সিং মৃত বলে অনেকে দাবি করেন। এমনকী ওই সেক্স ভিডিয়োর জন্যই সৌরভ সিংয়ের মৃত্যু হয় বলেও দাবি করেন অনেকে।
সৌরভ সিংকে একটি ভিডিয়োতে বলতে শোনা যায়, যে ক্লিপটি ভাইরাল হয়েছে, তা তিনি কখনও ভাইরাল করতে চাননি। অনলাইনে বিক্রির পর তাঁর অজান্তেই ওই ভিডিয়ো ক্লিপটি ছড়িয়ে পড়ে। কেউ ইচ্ছাকৃতভাবে ওই ক্লিপটি ছড়িয়ে দেন বলে অভিযোগ করেন সৌরভ। অভিযোগ আরও ওঠে সৌরভের বিরুদ্ধে। কেউ কেউ অভিযোগ করেন, অ্যাডাল্ট ভিডিয়ো রেকর্ডিংয়ের সময় সৌরভ তাঁর সঙ্গে থাকা যুবককে ধর্ষণ করেছন। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হলে হস্তক্ষেপ করে পুলিশ। সংশ্লিষ্ট ভিডিয়োটিকে ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়া হয় পুলিশি হস্তক্ষেপের পর। প্রসঙ্গত একটি ভিডিয়োতে সৌরভকে বলতে শোনা যায়, অ্যাডাল্ট ভিডিয়ো শ্যুট করা তাঁদের পেশা।
ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্য সৌরভ সিংকে নিয়ে...
Bro traumatized us with a video and disappeared pic.twitter.com/Kg8WWAG0jk
— Abhishek (@be_mewadi) July 25, 2024
দেখুন কী বলছেন মানুষ...
The recent sourav Singh casebyu/arka_2002 inLGBTindia
পাড়া প্রতিবেশীদের সামনে কান্না সৌরভ সিংয়ের...
View this post on Instagram