কলকাতা, ১ জুলাই: বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা শহর কলকাতায় (Kolkata)। হাওড়া-মেটিয়াবুরুজ রোডের একটি বাস আজ ফোর্ট উইলিয়ামের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে । যার জেরে ১২ জন গুরুতর আহত (Innjure)হন বলে খবর।
হাওড়া-মেটিয়াবুরুজ রোডের বাসটি ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মারার পরপরই তার নীচে আটকে পড়েন এক বাইক আরোহী। ঘটনার পরপরই পুলিশ এবং সেনা পৌঁছে যায় ঘটনাস্থলে। এরপর বাসের নীচে আটকে পড়া ওই বাইক আরোহীকে উদ্ধার করা হয়। পাশাপাশি দুর্ঘটনার জেরে আহত ১২ জনকে উদ্ধার করে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আরও পড়ুন: Covishield Vaccine: সুখবর, কোভিশিল্ড নিয়ে প্রবেশ করা যাবে সুইজারল্যান্ডে
হাওড়া-মেটিয়াবুরুজ রোডের বাসের সামনে আচমকা বাইক এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যায় বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ (Police)। বৃহস্পতিবার সকালের ওই দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।