কলকাতাঃ ফের সোনার দামে (Gold Price) বড় বদল। বৈশাখ মাস পড়তেই হুড়মুড়িয়ে বেড়েছিল সোনার দাম। সপ্তাহ শেষে তা রেকর্ড ছুঁল। আজ কলকাতায় খাঁটি সোনার দাম ৯৮ হাজারের গণ্ডিতে। আর আজ, ২০ এপ্রিল কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৮৯,৪৫ই টাকা। অন্যদিকে দিল্লিতে ২২ ক্যারে সোনার দাম ৮৯,৬০০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৯৭,৭২০ টাকা। পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাট সোনার দাম ৮৯,৪৫০ টাকা ও ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৭,৫৮০ টাকা।
আকাশছোঁয়া সোনার দাম, জেনে নিন আজকের রেট
পুনেতে আবার ২২ ক্যারাট সোনার দাম ৮৯,৪৫০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম মুম্বইয়ের সমান। এছাড়া জয়পুর, লক্ষ্ণৌ, চণ্ডীগড়ে ১০ গ্রাম সোনার জন্য ২৪ ক্যারাটের দাম রয়েছে ৯৭,৭৩০ টাকা আর ২২ ক্যারাটের দাম রয়েছে ৮৯,৬০০ টাকা। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১ লক্ষ টাকা। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে রতে সোনার আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১৯২.১৩ শতাংশ। ২৫ অর্থবর্ষে মোট সোনার আমদানি ২৭.২৭ শতাংশ বেড়ে ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে ০২৩-২৪ অর্থবর্ষে যা ছিল ৪৫.৫৪ বিলিয়ন ডলারে।
রবিতে ভাঙল সব রেকর্ড, কত দামে বিকোচ্ছে সোনালী ধাতু?
Gold Price Today:अक्षय तृतीया से पहले सोने की कीमतों में रिकॉर्ड बढ़ोतरी,बाजारों में बढ़ी चहल-पहलhttps://t.co/alhNNHlPFf#GoldPriceToday #akshayatritiya
— Prime Tv (@primetvindia) April 20, 2025