নয়াদিল্লিঃ সোনার দামে (Gold Price) বড় বদল। গত কয়েকদিন ধরে ওঠানামার পর স্বাধীনতা দিবসের (Independence Day 2025) আগে খানিক কমল সোনার দাম। আগামিকাল দেশজুড়ে পালিত হবে ৭৯-তম স্বাধীনতা দিবস। আর এইদিন অনেক দোকানেই সোনা কেনায় বিভিন্ন ছাড় থাকে। তাই এই সময় সোনার দাম কমায় হাসি ফুটেছে ক্রেতাদের মুখে।
সোনার দামে স্বস্তি, জেনে নিন আজকের দর আর এইদিন অনেক দোকানেই সোনা কেনায় বিভিন্ন ছাড় থাকে।
আজ, ১৪ অগস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৫৬৫টাকা । ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৫৬৫০টাকা। ১ গ্রাম পাকা সোনা অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম ১০০৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০৬০০ টাকা। এছাড়া ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০১০টাকা । ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০১০০টাকা। ১৪ অগস্ট কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৭৮০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৭৮০০ টাকা। সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। আজ, লক্ষ্মীবারে শহরে ১ কেজি খুচরো রুপোর কিনতে হলে দিতে হবে ১১৫৬০০। এছাড়া ১ কেজি রুপোর বাটের দাম ১১৫৫০০ টাকা।
স্বাধীনতা দিবসের আগে সোনার দামে বড় চমক, জানুন বাড়ল না কমল দর
Gold Rate Today: The gold market in India is experiencing a period of minor fluctuations. As of today, August 14, 2025, gold prices have seen small decreases across most major cities for all purities. This trend follows a few days of recent declines, although the overall… pic.twitter.com/gRgjrZ4xMK
— The Daily Jagran (@TheDailyJagran) August 14, 2025