কলকাতা: ভয় পেয়েছে (scared) বলেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেলে (Jail) ভরে রেখেছে বিজেপি (BJP)। শুক্রবার এই অভিযোগই করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক (TMC state general secretary) ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ বলেন, "অনুব্রত মণ্ডলকে ভয় পায় বিজেপি। তাই ওরা তাঁকে জেলের ভেতরে রেখেছে। তবে আদালতের উপর আমাদের ভরসা আছে। আদালতই (court) প্রমাণ (prove) করবে অনুব্রত মণ্ডল ঠিক (right) না ভুল (wrong)।" আরও পড়ুন: 'Jai Shri Ram' slogans In Front Of Mamata Banerjee Video: হাওড়ায় 'জয় শ্রীরাম' ধ্বনি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উঠলেন না মঞ্চে
প্রসঙ্গত উল্লেখ্য, গোরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই আসানসোলের জেলে বন্দি রয়েছে তৃণমূল কংগ্রেসের বাহুবলী নেতা ও বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই বিষয়ে জেরা করার জন্য তাঁকে বারবার দিল্লি নিয়ে যেতে চাইছে ইডি। কিন্তু, বিভিন্ন উপায়ে অনুব্রত মণ্ডলকে পশ্চিমবঙ্গে রাখাই চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। কোথাও যেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বীরভূমের বাঘ বলে পরিচিত এই নেতাকে খুব বেশিদিন এই রাজ্যে রাখতে পারবে না বলে মনে করছেন। আর তাই অনুব্রত সম্পর্কে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আরও পড়ুন: Vande Bharat Express Tickets Will Be Available From 1st January: বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট মিলবে তেইশের প্রথম দিন থেকেই
Birbhum, West Bengal | BJP scared of (jailed TMC leader) Anubrata Mondal so they kept him behind bars. The court will prove whether Anubrata Mondal is right or wrong: TMC state general secretary Kunal Ghosh pic.twitter.com/C5z4z1QXaa
— ANI (@ANI) December 30, 2022