Dilip Ghosh: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও দাবি করে উত্তাল সোশ্যাল মিডিয়া। অশালীন ভিডিওটি দিলীপ ঘোষের দাবি করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন (Dilip Ghosh Viral Video)। যদিও এর সত্যতা যাচাই করা এখনও সম্ভব হয়নি। ভাইরাল এই ভিডিওটি নিয়ে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়ক দিলীপ। বিজেপি শীর্ষ নেতার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁর বদনাম করার জন্য ভিডিওটি ভাইরাল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি পুলিশের কাছে অভিযোগ জানান।
দিলীপের অভিযোগ ষড়যন্ত্র, তার বিরোধীদের দাবি ফাঁস ভিডিও
মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা রাজ্যে এক সময় বিজেপির সিংহাসনে বসা দিলীপ বলেছিলেন,"আমি এই ভিডিওটি দেখেছি, শুনেছি। এই বিষয়ে আইনি পদক্ষেপ করব।"
ভাইরাল ভিডিও নিয়ে লালবাজারে দিলীপ ঘোষ
BJP leader Dilip Ghosh has filed a complaint at the Kolkata police headquarter in Lalbazar claiming that a larger conspiracy is going on against him. This comes after an alleged private video of him got leaked on social media.
— Sourav || সৌরভ (@Sourav_3294) July 26, 2025
বিজেপির সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে দিলীপের
দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে দলের রোষানলে পড়েছিলেন দিলীপ। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং-দের কটাক্ষ-পাল্টা কটাক্ষাও চলে দিলীপের সঙ্গে। ক্রমশ দলে কোণঠাসা ও গুরুত্বহীন হতে শুরু করেছিলেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক। এরপর জল্পনা উঠেছিল, ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন দিলীপ। কিন্তু সেই জল্পনা সত্যি হয়নি। দিলীপ এখনও বিজেপিতেই থাকতে চাইছেন। কিন্তু এরই মাঝে দিলীপ ঘোষ দাবি করে এক ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।