Mahieka Sharma, Hardik Pandya (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ অক্টোবর: মাহিকা শর্মার (Mahieka Sharma) সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে হার্দিক এবং মাহিকার একটি ভাইরাল ভিডিয়ো থেকে। যে ভিডিয়োতে মাহিকা শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে দেখা যাচ্ছে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে। যা দেখে অনেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা বলতে শুরু করেছেন। মাহিকা শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে একইসঙ্গে দেখা যায় মুম্বই বিমানবন্দরে ঢুকতে। পাপারাৎজ়ির ক্যামেরার সামনেই একে অপরকে আগলে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। যা দেখে অনেকেই হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু করেছেন।

দেখুন সেই ভিডিয়ো যেখানে হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মাকে একসঙ্গে দেখা যায়...

 

 

View this post on Instagram

 

সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হার্দিককে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। কখনও শোনা যায়, ভারতীয় দলের এই ক্রিকেটার অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে ন।

আবার কখনও হার্দিকের সঙ্গে জসমিন ওয়ালিয়া নামে আরও এক মডেলে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। জসমিন ওয়ালিয়া মডেলের পাশাপাশি একজন গায়িকা বলেও জানা যায়।

তবে জসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্কে বেশি দিন স্থায়ী হয়নি হার্দিকের। জসমিনের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের জীবনে আসেন মাহিকা শর্মা। এবার সেই মাহিকার সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়।

নাতাশা এবং হার্দিকের বিয়ে 

কোভিডের সময় নাতাশা স্ট্যানকোভিক এবং হার্দিক পান্ডিয়া একেবারে ঘরোয়াভাবে বিয়ে করেন। পরিবারের হাজিরায় গাঁটছড়া বাঁধেন দুজনে। হার্দিক এবং নাতাশার এক ছেলেও রয়েছে। তবে নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের পর এবার ক্রিকেটারের সঙ্গে একাধিক মডেলের নাম জড়াতে শুরু করেছে।