আজ বুধবার, ৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। দুই আইএসএল দলই অতীতে প্রচুর স্মরণীয় খেলা উপহার দিয়েছেন এবং প্রচুর সাফল্যের স্বাদও পেয়েছে কিন্তু কোনও দলই ২০২৩-২৪ আইএসএলে আলো ছড়াতে পারেনি। বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব এফসির কাছে হেরেছে ব্লুজরা। ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে তারা। নতুন প্রধান কোচ জেরার্ড জারাগোজা অবশ্য সংশোধনের আশায় নিখিল পূজারি ও চিংলেনসানা সিংয়ের সঙ্গে ড্যানিশ ফরোয়ার্ড অলিভার দ্রোস্ট ফরোয়ার্ড দলে যোগ করেছেন। অন্যদিকে, মরসুমের প্রথমার্ধেও খুব একটা ভালো করতে পারেনি মারিনা মাচানরা, ১২ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ইতিমধ্যে ২২ টি গোল হজম করেছে তারা। তবে, চেন্নাইয়িন এফসির একমাত্র স্বাক্ষর মোবাশির রহমান। AIFF Removed Manoranjan Bhattacharya: ভারতের কিংবদন্তি তথা ইস্টবেঙ্গলের মনোরঞ্জন ভট্টাচার্যকে থেকে টেকনিক্যাল কমিটি সরাল সর্বভারতীয় ফুটবল
ನಮ್ಮ ನಾಯಕರು ನಮ್ಮ ಹೆಮ್ಮೆ 💛❤️
Ours is a land never short on warriors. Tonight, we look to take them with us as we go to battle at the Fortress. Bengaluru, assemble! 🔵⚪
🔗 https://t.co/ItWJCR2F6n#BFCCFC #WeAreBFC #ಸಂತೋಷಕ್ಕೆ pic.twitter.com/EJV0faSoOA
— Bengaluru FC (@bengalurufc) February 7, 2024
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bengaluru) আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।