ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক এবার ইংল্যান্ডের ঐতিহ্যশালী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে মাস্ক জানান, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।' এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি ইলন মাস্ক। ঠিক তার আগের টুইটে মাস্ক লেখেন আমি পরিষ্কার করে বলে দিতে চাই আমি রিপাবলিকান পার্টির বাম পক্ষ, আর ডেমোক্রাট পার্টির ডান পক্ষের সমর্থক। তারপরেই রোনাল্ডোদের ক্লাব কেনার বিস্ফোরক টুইটটি করেন টেসলার প্রতিষ্ঠা।
ইংলিশ প্রিমিয়র লিগে টানা দুটো ম্যাচে হেরে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের হাল খুব খারাপ। শেষ ম্যাচে, গত শনিবার ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ গোলে হারে ম্যান ইউ। এরপর থেকে ম্যানচেস্টারের লাল জার্সির ঐতিহ্যের ক্লাবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। মাস্ক ম্যান ইউ কেনার কথা বলে তেমনই কোনও ট্রোল করলেন নাকি সত্যিই কিনতে চলেছেন তা নিয়ে ধোঁয়াশা আছে। ম্যান ইউ-য়ের যে মালিকানা বদল হতে পারে, তেমন কোনও খবর ছিল না।
তবে এর আগে মাইক্রোব্লগিং সোশ্যাল মিডিয়া সাইট টুইটার কেনার কথা জানিয়েছিলেন মাস্ক। যদি টুইটার এখনও কিনতে পারেননি মাস্ক।