Zimbabwe National Cricket Team vs Afghanistan National Cricket Team, Live Streaming: জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল বনাম আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ (T20I Series)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩১ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান বনাম জিম্বাবয়ে (ZIM বনাম AFG)। হারারের হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club, Harare) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আফগানিস্তান তিন ম্যাচের টি২০ সিরিজে প্রথম টি২০ ম্যাচে ৫৩ রানের বিশাল জয় পায়। আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরানের (Ibrahim Zadran) ৫২ রানে তারা ১৮০/৬ স্কোর করে। রান তাড়া করতে নেমে আফগানিস্তানের বিশ্বমানের স্পিন আক্রমণের সামনে জিম্বাবয়ের ইনিংস ভেঙে পড়ে। মুজিব উর রহমানের (Mujeeb Ur Rahman) ৪ এবং আজমতুল্লাহ ওমরজাইয়ের (Azmatullah Omarzai) ৩ উইকেটের সুবাদে জিম্বাবয়ে ১২৭ রানে অলআউট হয়ে যায়। BAN vs WI 3rd T20I Live Streaming: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ; ভারত এবং বাংলাদেশে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ
জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ
Hello, matchday! 🙌
Zimbabwe take on Afghanistan in the second T20I at Harare Sports Club this afternoon.
The hosts will be looking to level the three-match series after losing the first encounter.
Play gets underway at 1330 (CAT)#ZIMvAFG #ExperienceZimbabwe pic.twitter.com/jggL8zcfYq
— Zimbabwe Cricket (@ZimCricketv) October 31, 2025
জিম্বাবয়ে স্কোয়াডঃ ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), ডিওন মায়ার্স, ব্রেন্ডন টেলর, সিকান্দর রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, টিনোটেন্ডা মাপোসা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড গারভা, গ্রায়েম ক্রেমার, ক্লাইভ মাদান্দে, টনি মুনোঙ্গা।
আফগানিস্তান স্কোয়াডঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রসুল, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), আবদুল্লাহ আহমদজাই, মুজীব উর রহমান, বশির আহমদ, নূর আহমদ, ফরিদ আহমদ মালিক, শরাফুদ্দিন আশরফ, ইজাজ আহমদ আহমদ, শহীদুল্লাহ কামাল।
জিম্বাবয়ে বনাম আফগানিস্তান সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ?
৩১ অক্টোবর হারারের হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club, Harare) আয়োজিত হবে জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ?
জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ
সরাসরি টিভিতে জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ ভারতে দেখা যাবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ
জিম্বাবয়ে বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড (Fancode) অ্যাপে।