West Indies National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামিকাল, ১ আগস্ট মুখোমুখি হবে WI বনাম PAK। ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে (Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida) আয়োজিত হয়েছে এই ম্যাচ। পাকিস্তান ১-২ ব্যবধানে বাংলাদেশের কাছে হার নিয়ে এই সিরিজ খেলতে নামছে। তবে শেষ টি২০ ম্যাচে ৭৪ রানে জয় পেয়েছে। তবে তাদের আগের দুই ম্যাচে হারে বাংলাদেশ প্রথমবার টি২০ সিরিজ যেতে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ০-৫ ব্যবধানে হেরেছে। অস্ট্রেলিয়া প্রথম সম্পূর্ণ সদস্য দেশ হিসেবে পাঁচ-টেস্টের টি২০ সিরিজে জয়ের ইতিহাস গড়ে, ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাস ভেঙে দেয়। WI vs PAK 1st T20I Winning Prediction: ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান টি২০ সিরিজ
Bring a friend and double the vibes as cricket lights up South Florida!
📍Central Broward Park
🎟️ Get your tickets now at https://t.co/6TUKc2hD7J#WIvAUS | #FullAhEnergy pic.twitter.com/WIGJvIUzBc
— Windies Cricket (@windiescricket) July 29, 2025
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক), কেইসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, শিমরন হেটমেয়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, আলজারি জোসেফ, আকিল হোসেন, জেডিয়া ব্লেডস, এভিন লুইস, রোস্টন চেজ, জুয়েল অ্যান্ড্রু, রোভম্যান পাওয়েল, গুদাকেশ মোতি।
পাকিস্তানের স্কোয়াডঃ হাসান নওয়াজ (অধিনায়ক), শাহিন আফ্রিদি (সহ-অধিনায়ক), হাসান তালাত, ফাহিম আশরফ, ফাহিম আফ্রিদি, হারিস রউফ, খুশদিল শাহ, ফাহিম জামান, হাসান আলি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান টি২০ সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ?
৩১ জুলাই ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে (Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আগামিকাল ভোর ৫ঃ৩০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ ভারতে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।