PAK vs BAN T20I Series (Photo Credit: @BDCricTime/ X)

Pakistan National Cricket Team vs Bangladesh National Cricket Team, Live Streaming: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩০ মে মুখোমুখি হবে PAK বনাম BAN। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ থেকে তিন ম্যাচের সিরিজে আসা এই সিরিজের প্রথম ম্যাচ বুধবার শুরু হয়, যেখানে পাকিস্তান ৩৭ রানের জয় পেয়েছে। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ২০১-৭ স্কোর করে। পাক অধিনায়ক সলমন আলি আগা (Salman Ali Agha), মহম্মদ হারিস (Mohammad Haris), হাসান নাওয়াজ (Hassan Nawaz) এবং শাদাব খান (Shadab Khan) সবাই মিলে পাকিস্তানকে প্রায় চার বছরে দ্বিতীয়বারের মতো প্রথমে ব্যাট করে ২০০ রান করে তুলেছে। এরপর বাংলাদেশ চেষ্টা করলেও তারা ১৬৪ রানে অলআউট হয়, যেখানে হাসান আলি (Hasan Ali) পাঁচটি উইকেট নেন। PAK vs BAN 2nd T20I Dream11 Prediction: পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বিতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction

পাকিস্তান বনাম বাংলাদেশ, টি২০ সিরিজ

পাকিস্তান স্কোয়াডঃ সলমন আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, খুশদিল শাহ, হাসান নওয়াজ, হুসেন তালাত, ফাহিম আশরফ, সাহেবজাদা ফারহান, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, নাসিম শাহ, হাসান আলী, আবরার আহমেদ, মহম্মদ ইরফান খান।

বাংলাদেশ স্কোয়াডঃ লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামিম হোসেন, জাকের আলী (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।

পাকিস্তান বনাম বাংলাদেশ, টি২০ সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় টি২০ ম্যাচ?

৩০ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হবে পাকিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় টি২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় টি২০ ম্যাচ?

পাকিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় ৯টায়।

ভারতে টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় টি২০ ম্যাচ?

পাকিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় টি২০ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না তবে বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় টি২০ ম্যাচ

পাকিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে না তবে বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T Sports)।