NZ vs ENG ODI Live Streaming (Photo Credit: BLACKCAPS/ X)

New Zealand National Cricket Team vs England National Cricket Team, Live Streaming: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামিকাল, ১ নভেম্বর মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (NZ বনাম ENG)। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে (Sky Stadium, Wellington) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুটি ম্যাচেই একই ধাঁচের খেলা হয়েছে। দুইবারই প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়ার পর নিউজিল্যান্ড ইংল্যান্ডকে কম স্কোরে আউট করে। হ্যারি ব্রুক (Harry Brook) সিরিজের উদ্বোধনী ম্যাচে ১০১ বলে ১৩৫ রান করলেও ড্যারিল মিচেল (Daryl Mitchell) ও মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell) হাফসেঞ্চুরি নিউজিল্যান্ডকে সহজ জয় এনে দেয়। দ্বিতীয় ম্যাচে ব্লেয়ার টিকনারের (Blair Tickner) চার উইকেট নিয়ে পাঁচ উইকেট ও ১০১ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। NZ vs ENG 2nd ODI Scorecard: ওয়ানডেতে ফিরেই ঘাতক বোলিং! ব্লেয়ার টিকনারের সুবাদে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ

নিউজিল্যান্ডের স্কোয়াডঃ মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাক ডাফি, জ্যাক ফক্স, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

ইংল্যান্ডের স্কোয়াডঃ হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, জনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ, লুক উড।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

১ নভেম্বর ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে (Sky Stadium, Wellington) আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আগামিকাল ভোর ৬ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ

সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে