ENG vs IND Live Telecast (Photo Credits: BCCI and ECB/ X)

England National Cricket Team vs India National Cricket Team, 1st Test Live Telecast: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২০ জুন মুখোমুখি হবে ENG বনাম IND। লিডসের হেডিংলেতে (Headingley, Leeds) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারতের টেস্ট দল এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই তরুণ দল কতটা ভালো করতে পারে সেটাই দেখার বিষয়। ২০২০ সালে টেস্ট যাত্রা শুরু করা গিল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে ইংল্যান্ডে তিনটি টেস্টে তার অ্যাভারেজ মাত্র ১৪.৬৬ এবং করেছেন মাত্র ৮৮ রান। তিনি এই সিরিজে ভালো করে ফ্রন্ট থেকেই লিড করবেন বলে আশা করা যায়। অন্যদিকে, ইংল্যান্ড তাদের নতুন WTC সাইকেলটি জয়ের সাথে শুরু করতে চায়। হোম অ্যাডভান্টেজকে কাজে লাগানোর এটায় সেরা সময়। ENG vs IND 1st Test Winning Prediction: ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ ২০২৫

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ?

২০ জুন লিডসের হেডিংলেতে (Headingley, Leeds) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ?

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।